আগামী ২০শে নভেম্বর থেকে কাতারে শুরু হবে পৃথিবীর সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবল। সে উপলক্ষে কাতারে সম্প্রতি একটি ২২ রিয়ালের নোট উন্মোচন করেছে। ইতোমধ্যে বিদ্যমান এক, পাঁচ, দশ, পঞ্চাশ, একশো, এবং পাঁচশো রিয়ালের সঙ্গে বিশ্বকাপ উপলক্ষে ২২ রিয়ালের নোট সংযোজন করেছে কাতার।
কাতার ২২ রিয়ালের নোটের পাশাপাশি ফিফা এবং বিশ্বকাপের লোগো সম্বলিত কয়েনও চালু করেছে ।
সম্প্রতি কাতার সেন্ট্রাল ব্যাংকের গভর্নর শেখ বন্দর বিন মোহাম্মদ বিন সৌদ আল থানি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে নোট ও কয়েন উদ্বোধন করেন।
২২-রিয়ালের নোটে একদিকে লুসাইল স্টেডিয়াম এবং অন্য দিকে আল বায়েত স্টেডিয়াম, যা কাতার ২০২২ এবং বিশ্বকাপ ট্রফির প্রতীক।
বিশ্বকাপ চলাকালীন কাতারে আসা বিদেশী দর্শকরা এই নোটের ব্যবহার করতে পারবেন এবং বিশ্বকাপের স্মারক হিসেবে নিজের দেশেও নিয়ে যেতে পারবেন। প্রশাসনের পক্ষ থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। নতুন এই নোটে কাতারের ফুটবল ইতিহাসকেও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।