২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:৫৫

বিশ্বকাপ বাংলাদেশের ম্যাচ শুরু ২৪ অক্টোবর

আগামী  ১৬ অক্টোবর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর বসতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। তবে বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে ২৪ অক্টোবর থেকে। হোবার্টে কোয়ালিফায়ার রাউন্ডের এ গ্রুপের রানার্স আপ দলের মোকাবেলা করবে দলটি। এরপর ২৭ অক্টোবর সিডনিতে দক্ষিণ আফ্রিকার, ৩০ অক্টোবর ব্রিজবেনে কোয়ালিফায়ারের বি গ্রুপের চ্যাম্পিয়ন দলের।

বাংলাদেশের শেষ দুটি ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে। ২ নভেম্বর অ্যাডিলেডে রোহিত শর্মার দলকে মোকাবিলা করবে বাংলাদেশ। ৬ নভেম্বর একই মাঠে শেষ ম্যাচ খেলবে তারা পাকিস্তানের সঙ্গে।

স্বাগতিক ও সদ্য চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে গতবারের রানার্সআপ নিউ জিল্যান্ড, ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সরাসরি সুপার টুয়েলভে অংশ নিবে।

গ্রুপ-২ এ পড়েছে বাংলাদেশ। এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের সঙ্গে সুপার টুয়েলভে মুখোমুখি হতে হচ্ছে তাদের। যেখানে আরেক দল দক্ষিণ আফ্রিকা। বাকি দুটি দল যুক্ত হবে প্রথম রাউন্ড থেকে।

গ্রুপ পর্বের খেলা শেষে প্রথম সেমিফাইনাল ৯ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এবং ১০ নভেম্বর অ্যাডিলেড ওভালে হবে দ্বিতীয় সেমিফাইনাল। ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে ফাইনাল। ৭টি শহর- অ্যাডিলেড, ব্রিসবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ ও সিডনিতে হবে বিশ্বকাপের ৪৫ ম্যাচ।

Facebook
Twitter
LinkedIn