২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:২০
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:২০

বিশ্ববাণিজ্যে ডলারের আধিপত্য শেষ হবে: পুতিন

বিশ্ববাণিজ্যে মার্কিন মুদ্রা ডলারের আধিপত্য কমানোর উপর জোর দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দক্ষিণ আফ্রিকায় শুরু হওয়া পাঁচ দেশের জোট ব্রিকসের সম্মেলনে তিনি বলেন, বিশ্ববাণিজ্যে ডলারের আধিপত্য শেষ হয়ে যাবে। 

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত জোট ব্রিকস। মঙ্গলবার এই জোটের তিনদিনের সম্মেলন শুরু হয়েছে। আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা থাকায় পুতিন ভার্চয়ালি সম্মেলনে যোগ দেন।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমাদের অর্থনৈতিক সম্পর্ককে ডলারমুক্ত করার লক্ষ্য গতিশীলতা লাভ করেছে। জোটের সদস্যরা ডলার বাদ দিয়ে জাতীয় মুদ্রায় বাণিজ্য করার বিষয় নিয়ে আলোচনা করবে। আর তাতে ব্রিকসের ডেভেলপমেন্ট ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা বলেন, ব্রিকসভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য সহজ করার জন্য অভিন্ন ব্রিকস বাণিজ্য মুদ্রা চালু করা হবে একমাত্র লক্ষ্য।

এসময় তিনি এই জোটে শরিক হওয়ার দেশগুলোকে আহ্বান জানান।

তিন দিনের সম্মেলনে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো ছাড়াও স্বাস্থ্য, শিক্ষা ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয় নিয়ে আলোচনা হবে।

Facebook
Twitter
LinkedIn