২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৫১
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৫১

বিষপানে ইটভাটা শ্রমিকের আত্মহত্যা

জেলার সদর উপজেলায় ভাইয়ের সাথে রাগ করে রবিন হোসেন (২০) নামে এক ইটভাটা শ্রমিক বিষপানে আত্মহত্যা করেছে।

রবিবার (১৯ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে বিষপান করে সে। পরে মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত রবিন সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া গ্রামের হারুন চৌকিদার বাড়ির মৃত বাহার উদ্দিনের পুত্র। পেশায় একজন ইটভাটা শ্রমিক ছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিন ইটভাটায় কাজ করার জন্য ভাটা থেকে অগ্রিম টাকা নেয়। কিন্তু সে ভাটায় কাজে না গিয়ে এদিক-সেদিক ঘোরাঘুরি করে। এনিয়ে তার বড় ভাই লিটন তাকে বকাঝকা করে। এতে রাগান্বিত হয়ে রবিন রবিবার সকালে বিষপান করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তেওয়ারীগঞ্জ ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুসাইন ভুলু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল এবং হাসাপাতালে গিয়ে খোঁজ-খবর নিই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু ডায়েরি হবে।

Facebook
Twitter
LinkedIn