বিপিএলের পিচ নিয়ে আমাদের যেন অভিযোগের শেষ নেই। এবার বোধহয় সকল অভিযোগের অবসান হতে চলেছে!
প্রথমবারের মত দেশের পিচ তৈরি করবেন সয়েল সায়েন্সের শিক্ষার্থীরা। ইতোমধ্যেই কার্যক্রম প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম। তার ভাষ্যমতে, মাটির ক্লে সম্পর্কে প্র্যাক্টিকাল এবং বৈজ্ঞানিক জ্ঞান থাকায় দেশের সয়েল সায়েন্সের শিক্ষার্থীরা পিচ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। প্রথম ও দ্বিতীয় ধাপে বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে। এখন শুধু বাকি চূড়ান্ত তালিকা প্রকাশ।বাছাইকৃত পাঁচ থেকে ছয়জনকে প্রশিক্ষণ দেবেন বিদেশি পিচ কিউরেটর।
সবকিছু ঠিক থাকলে, খুব সম্ভবত অতি শীঘ্রই আমরা দেশের পিচ তৈরিতে দেশী শিক্ষার্থীদের অবদান দেখতে পাবো। উল্লেখ্য দেশের ক্রিকেটে এই প্রথম সয়েল সায়েন্সের শিক্ষার্থীদের কিউরেটর হিসেবে নিয়োগ দেয়া হবে।