২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:০১

বিস্ফোরণে আহত সঞ্জয় দত্ত

সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। গতকাল (বুধবার) বেঙ্গালুরুর মাগাদি রোডে ‘কেডি’ নামের একটি কন্নড় ছবির সেটে দুর্ঘটনা ঘটে। এতে বোমা বিস্ফোরণে আহত হন অভিনেতা। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে এতথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ছবির গল্পের প্রয়োজনে একটি দৃশ্যে বোমা বিস্ফোরণ করা হয়। কিন্তু তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যার কারণে কনুই, হাত ও মুখে আঘাত পেয়েছেন সঞ্জয় দত্ত। এই দুর্ঘটনার পরই ছবিটির শুটিং স্থগিত করা হয়েছে।

এদিকে প্রাথমিক চিকিৎসার পর সঞ্জয় দত্ত আপাতত সুস্থ রয়েছেন বলে জানা গেছে। তবে তিনি পুরোপুরি সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত শুটিং বন্ধ থাকবে। ‘কেডি’ ছবিতে সঞ্জয়ের সঙ্গে অভিনয় করছেন শিল্পা শেঠি। কন্নড় ছাড়াও তামিল, তেলুগু, মালয়ালম ও হিন্দি ভাষায় এই ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এর আগে দক্ষিণী ছবি ‘কেজিএফ: চ্যাপ্টার ১’ ও ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এ অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। কন্নড় ছবি ‘কেডি’-তেও সঞ্জয় দত্তকে খলনায়কের চরিত্রে দেখা যাবে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ‘মার্টিন’ খ্যাত তারকা অভিনেতা ধ্রুব সারজা।

Facebook
Twitter
LinkedIn