২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৪:২৫
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৪:২৫

বীরাঙ্গনা হচ্ছেন সুমনা সোমা

সিনেমায় অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করেছেন সুমনা সোমা। দক্ষ অভিনেত্রী হিসাবে নিজের অবস্থান পোক্ত করেছেন বেশ আগেই। করোনাকালে কাজের গতি কিছুটা শ্লথ হলেও ইদানীং নিয়মিত অভিনয় করছেন। কাজ করছেন নতুন নতুন সিনেমায়।

সেই ধারাবাহিকতায় ‘বীরাঙ্গনা’ নামের একটি নতুন সিনেমায় অভিনয় করবেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। এতে নাম ভূমিকাতেই অভিনয়ে দেখা যাবে তাকে। সাখাওয়াত হোসেনের পরিচালনায় নির্মিতব্য এ সিনেমায় আজ চুক্তিবদ্ধ হবেন সুমনা সোমা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমা দিয়েই শুরু করেছিলাম। টিভি নাটকে কাজ করলেও সিনেমাই এখনো আমার ভালোলাগার অন্যতম মাধ্যম। এমনিতে সব সময়ই ভালো গল্প ও চরিত্রে অভিনয়ের চেষ্টা করেছি।

এ সিনেমাটিও তার ব্যতিক্রম নয়। মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের এ সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে ভালো লাগছে। শিগ্গির এটির শুটিং শুরু হবে বলে জেনেছি।’ এ অভিনেত্রীর অভিনীত আরও তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সেগুলো হলো- আশরাফ শিশিরের পরিচালনায় ‘আমরা একটি সিনেমা বানাব’ ও ‘গোপন’ এবং আবু হিরনের পরিচালনায় ‘আদম’।

অল্প সময়ের মধ্যেই আরও কয়েকটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কথা রয়েছে তার। অভিনয়ের পাশাপাশি সামাজিক বিভিন্ন কাজের সঙ্গেও নিজেকে যুক্ত রেখেছেন এ অভিনেত্রী। করোনাকালে সেসব কাজে দেখা গেছে সুমনা সোমাকে। পরিস্থিতি বুঝে সেগুলো নিয়ে আবারও সক্রিয় হবেন বলে জানিয়েছেন তিনি।

Facebook
Twitter
LinkedIn