২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১:৩৫
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১:৩৫

বুবলীর অভিযোগ

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা বুবলীকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। গতকাল দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাসে বুবলী এ অভিযোগ করেছেন। স্ট্যাটাস দেয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে ফোন করা হলে মামলা করার প্রস্তুতি নিয়েছেন জানিয়ে বুবলী মানবজমিনকে বলেন, এ ঘটনার পর মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত। স্ট্যাটাস দিয়ে সবকিছু প্রকাশও করা যায় না। সবসময় মনে হচ্ছে কেউ একজন আমাকে অনুসরণ করছেন। এর আগেও একই ঘটনা ঘটেছে আমার সঙ্গে। এবারেরটা উত্তরার রাস্তায় গাড়ি দিয়ে। আগেরবার মাইক্রোবাস দিয়ে।

মনে হচ্ছিল, কিছু একটা ঘটনা ঘটাবে। অল্পের জন্য বেঁচে গেছি। বার বার যেহেতু একই রকম ঘটনা ঘটছে তাই ভাবলাম সবাইকে জানানো উচিত। এদিকে প্রায় বছর খানেক পর শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী। তার এই প্রত্যাবর্তনে জল্পনা-কল্পনার কিছুটা হলেও অবসান হয়েছে। গত ১৯শে ফেব্রুয়ারি আসিফ ইকবাল জুয়েলের পরিচালনায় ‘চোখ’- শিরোনামের সিনেমা দিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব। ‘ক্যাসিনো’- নামের সিনেমায় এই নায়কের বিপরীতেই এর আগে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন বুবলী। এক বছর পর তার সঙ্গেই জুটি হয়ে ফিরেছেন তিনি। ‘চোখ’ সিনেমার শুটিং শুরু হয়েছে নারায়ণগঞ্জে। বুবলী জানান, টানা শুটিং চলছে সিনেমাটির। যদিও গতকাল আমি শুটিং করিনি। নিরবের সঙ্গে যেহেতু আগে একটা সিনেমায় কাজের অভিজ্ঞতা আছে তাই এবার খুব সুবিধা হচ্ছে। অনেক দিন পর শুটিংয়ে ফিরেছি মনেই হচ্ছে না। সবাই অনেক সাহায্য করছে। সহ-শিল্পী থেকে শুরু করে টিমের সবাই। আমিও উপভোগ করছি। আবার সেই লাইট-ক্যামরা-অ্যাকশনের শব্দ আলাদা একটা অনুভূতি কাজ করছে। এ বছরটা এভাবেই কাজের মধ্যেই থাকতে চাই। এদিকে সম্প্রতি বুবলী যুক্ত হয়েছেন ‘লিডার, আমিই বাংলাদেশ’- সিনেমায়। সিনেমাটির শুটিংও খুব শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে। সংবাদ পাঠিকা থেকে দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানের নায়িকা হয়ে ২০১৬ সালে আলোচনায় আসেন শবনম বুবলী। এ নায়কের সঙ্গে একে একে বেশকিছু ছবি করেছেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘বীর’, যার নায়কও ছিলেন শাকিব।

Facebook
Twitter
LinkedIn