২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৪৪
২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৪৪

বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল, ২২জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলের বিভিন্ন রাজ্যে গত তিন দিনে ভারী বৃষ্টির কারণে দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে। জলাবদ্ধতার কারণে আজ দিল্লির সব স্কুল বন্ধ রয়েছে। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের কিছু অংশে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। এদিকে, পাকিস্তানে গত কয়েকদিনের বৃষ্টিপাতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। অন্যদিকে, বর্জ্রসহ প্রবল বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একজনের মৃত্যু হয়েছে। জারি করা হয়েছে বন্যা সতর্কতা। জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টিতে মারা গেছে দুই জন। 

কয়েকদিনের প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসে অনেকটাই বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চলের জনজীবন। দিলি­¬-সহ বিভিন্ন অঞ্চলের রাস্তা ও ভবন এখন হাঁটু সমান পানির নীচে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। নষ্ট হয়ে গেছে বহু জমির ফসল। জলাবদ্ধতার কারণে সোমবার দিল্লি ও হিমাচল প্রদেশের সব স্কুল বন্ধ রাখা হয়েছে। ভারী বৃষ্টিতে হিমাচল প্রদেশে বেশ কয়েকটি ভূমিধসের ঘটনা ঘটেছে। ভেঙ্গে পড়েছে সেতু। সেখানকার ৭টি জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

রাজস্থান, পাঞ্জাব , হরিয়ানা ও উত্তরাখণ্ড রাজ্যের কিছু অংশে দেখা দিয়েছে বন্যা। জম্মু ও কাশ্মীরেও জারি রয়েছে সতর্কতা। 

এদিকে, পাকিস্তানে প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু এলাকায় বন্যার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। 

অন্যদিকে, বজ্রসহ প্রবল বৃষ্টি ও ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্য। হাডসন উপত্যকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু অংশে ৫ থেকে ৮ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানিতে ভেসে গেছে নিæাঞ্চল। জারি করা হয়েছে বন্যা সতর্কতা। রোববার সন্ধ্যা পর্যন্ত অরেঞ্জ, পুটনাম, ডাচেস, আলবানি এবং আলস্টার কাউন্টি বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলো। অন্টারিও এবং অরেঞ্জ কাউন্টিতে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা।

এছাড়া, জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানির পাশাপাশি বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। পাহাড়ি এলাকার বাসিন্দাদের জন্য জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। 

Facebook
Twitter
LinkedIn