২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:১৫

বৃষ্টির জন্য নামাজ আদায়

ঝিনাইদহে তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সকাল থেকেই তাপমাত্রার পারদ উঠতে শুরু করায় চরম বিপাকে পড়েছেন সব শ্রেণীর মানুষ। তাই বৃষ্টির আশায় জেলার কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখারা) আদায় করেছেন গ্রামবাসী।

শুক্রবার (১৪ এপ্রিল) জুমার নামাজের পর বৃষ্টির আশায় গ্রামের মাঠে খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয় বিশেষ এই নামাজ। এতে অংশগ্রহণ করেন ঈশ্বরবা গ্রামের প্রায় ২ শতাধিক মুসল্লি।

নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঈশ্বরবা জামতলা জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম। এ বিষয়ে ইমাম সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে রয়েছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত।

কয়েকদিনের টানা দাবদাহে জরুরি প্রয়োজনে বাইরে বের হলেও অতিরিক্ত তাপের কারণে বেশি সময় বাইরে থাকা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।

Facebook
Twitter
LinkedIn