২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১১:৩৭
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১১:৩৭

বৃষ্টির জন্য নামাজ ও করোনা থেকে মুক্তি চেয়ে বিশেষ মোনাজাত

মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে নামাজ আদায় করেছেন পিরোজপুরের স্থানীয়রা মুসলমানরা।

আজ শুক্রবার (৩০ এপ্রিল) সদর উপজেলার সেতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ নামাজ আদায় করা হয়। নামাজ শেষে মহামারী করোনা ও অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বৃষ্টির জন্য ইসস্তিকা নামাজের খুৎবা ও মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম মাওলানা মো. সেকান্দার আলী মীর।

নামাজে অংশগ্রহণকারী মুসল্লীরা জানান, বৈশাখ মাসের ১৬ দিন পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ইসতেস্কার নামাজ আদায় করা হয়। বৈশাখের অর্ধেক মাস পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই ইন্দুরকানী কোনো এলাকায়। প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে ফসল উৎপাদন ব্যাহত। তেমনি মৌসুমী ফল আম, লিচু ও কাঠালসহ বিভিন্ন ফল নষ্ট হয়ে ঝড়ে পড়ছে। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন।

প্রচন্ড তাপদাহের কারণে দেখা দিয়েছে কলেরা, ডায়রিয়া ও হিটস্ট্রোক সহ নানা রোগব্যাধি। এসকল রোকে আক্রান্ত হয়ে মানুষজন হাসপাতালে চিকিৎসার জন্য ভিড় জমাচ্ছে। করোনার কারণে কাঙ্খিত সেবা পাচ্ছে না রোগীরা।

Facebook
Twitter
LinkedIn