Search
২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ৬:২৯

বৃহস্পতিবার থেকে ডিএসইতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পরযন্ত অফিস চলবে

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রি-ওপেনিং সেশন, ওপেনিং সেশন, ক্লোজিং সেশন এবং পোস্ট ক্লোজিং সেশন চালু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে। একারণে ডিএসই ম্যানেজমেন্ট অফিস সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামীকাল বৃহস্পতিবার থেকে ডিএসইতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পরযন্ত অফিস চলবে। আর অফিস চলাকালীন সময়ে ডিএসইর লেনদেনের সকল কর্মসূচী সম্পন্ন করতে হবে।

প্রসঙ্গত, বিশ্বের অনেক পুঁজিবাজারে ওপেনিং ও ক্লোজিং সেকশন আছে। ওপেনিং সেশনের কারণে বাজার চালুর আগে একটি শেয়ারের ওইদিনের দর কেমন হতে পারে, সেটির ধারণা পাওয়া যাবে। আবার লেনদেন শেষ হওয়ার পর চাইলে ক্লোজিং প্রাইসের শেয়ার কেনাবেচা সুযোগ পাওয়া যাবে। এর আগে গত ২০ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি) প্রি-ওপেন সেশন, ওপেনিং সেশন,ক্লোজিং সেশন এবং পোষ্ট ক্লোজিং সেশন স্টেকহোল্ডারদের ইউএটি এবং বাজারের সচেতনতা সম্পন্ন করা সাপেক্ষ চালু করার জন্য অনুমোদন করে। ডিএসইর প্রি-ওপেন ও ওপেনিং সেশন হবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা। এই সেশনে বিনিয়োগকারীরা শেয়ার কেনা-বেচার আদেশ দিতে পারবেন। এই সময় একটি আইডিয়াল ওপেনিং প্রাইস নির্ধারণ করা হবে।

অপরদিকে দুপুর আড়াইটায় স্বাভাবিক লেনদেন শেষ হওয়ার পর শুরু হবে ক্লোজিং ও পোস্ট ক্লোজিং সেশন। এর ব্যাপ্তি বাড়বে ১০ মিনিট। এসময় বিনিয়োগকারীরা নতুন করে শেয়ার দর প্রস্তাব করতে পারবেন না। শুধু ক্লোজিং প্রাইসে শেয়ার কেনা বেচার সুযোগ পাবেন। এ সেশন হবে ২টা ৪০ মিনিট পর্যন্ত।

Facebook
Twitter
LinkedIn