১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ১০:০৩
১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ১০:০৩

বৈঠকে সুরাহা হয়নি, ধর্মঘট চলবে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে ট্রাক ও কাভার্ডভ্যান মালিকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এতে কোনো সুরাহা না হওয়ায় চলমান পরিবহন ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির সরকারি বাসভবনে আজ শনিবার, ৬ নভেম্বর, দুপুর ১২টার দিকে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে অ্যাসোনিয়েশনের নেতারা সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

এ সময় সংগঠনটির অতিরিক্ত মহাসচিব আবদুল মোতালেব গণমাধ্যমকে জানান, তেলের দাম প্রত্যাহারের দাবিতে তাদের পক্ষ থেকে যে পরিবহন ধর্মঘট দেওয়া হয়েছে তা অব্যাহত থাকবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাতে চেয়েছেন বলে জানান তিনি।

আবদুল মোতালেব বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত ট্রাক শ্রমিক-মালিক প্রতিনিধিদের জানানোর জন্য আজ, শনিবার, সন্ধ্যায় আবারো স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে তাদের ডাকা হতে পারে। তখন যে সিদ্ধান্ত আসবে তার আলোকে পরবর্তী ঘোষণা দেওয়া হবে।

আবদুল মোতালেব সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, সরকারের পক্ষ থেকে যেহেতু এখনো আমাদের দাবি মেনে নেওয়া হয়নি, তাই আমাদের চলমান কর্মসূচি অব্যাহত থাকবে। তবে মন্ত্রী আমাদের যেকোনো সময় ডাকতে পারেন প্রধানমন্ত্রীর সঙ্গে করা আলোচনার সিদ্ধান্ত জানানোর জন্য।

উল্লেখ্য, গতকাল শুক্রবার ভোর ৬টা থেকে জ্বালানি তেল, ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে সকল ধরনের পণ্য পরিবহন ও গণপরিবহন বন্ধ রয়েছে। এ কারণে সারাদেশে ব্যাপক ভোগান্তিতে পড়েছে মানুষ।

Facebook
Twitter
LinkedIn