২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৫০
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৫০

বোলিং তোপে ১৪৬ রানেই গুটিয়ে গেল আফগানিস্তান

দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দিনের সঙ্গে আর মাত্র ২০ রান যোগ করতেই অলআউট হয় লিটনরা। ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে খেলা শুরু করা বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৩৮২ রানে। তবে এরপর আফগানদেরও দাঁড়াতে দেন নি বাংলাদেশের বোলারেরা। মাত্র ১৪৬ রান করতেই থেমে গেছে আফগানিস্তানের ইনিংস। ফলো-অনে ফেলার সুযোগ থাকলেও সে পথে হাঁটেন নি লিটন। ফলে ২৩৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে বাংলাদেশ।

আফগানিস্তানকে এত অল্প রানে বেধে ফেলার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান টাইগার পেসার ইবাদত হোসেনের। তিনি একাই নিয়েছেন ৪টি উইকেট। ২ টি করে উইকেট নিয়েছেন শরীফুল, তাইজুল ও মেহেদী হাসান মিরাজ। আফগানদের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন উইকেটরক্ষক ব্যাটার আফসার জাজাই।

এরই মধ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। ব্যাট করতে নেমেছেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান।

এর আগে বুধবার (১৪ জুন) বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্টে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩৬২ রান সংগ্রহ করে বাংলাদেশ। সেঞ্চুরি হাঁকিয়েছেন বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত।

Facebook
Twitter
LinkedIn