মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত দুই কিংবদন্তি: লিজেন্ডারি ব্যাটার শচীন টেন্ডুলকার এবং ফুটবল গ্রেডট ডেভিড বেকহাম।
বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল উপভোগ করবেন তারা। ভারত-নিউজিল্যান্ডের লড়াইয়ে গ্যালারি সেজে নীল রঙে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার টস জয়ের সঙ্গে সঙ্গে কম্পন ধরে স্টেডিয়ামে। সেই আওয়াজ আরও তীব্র হয় যখন প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রোহিত।
একাদশে কোনো পরিবর্তন না এনেই সেমি খেলতে নেমেছে দুই দল। রোহিত বলেছেন, ‘এখানকার উইকেট ভালো দেখাচ্ছে। যাইহোক, আমাদের ভালো করতে হবে। ২০১৯ সালে আমরা যখন সেমিফাইনালে খেলেছিলাম তখন নিউজিল্যান্ড অন্যতম ধারাবাহিক একটি দল ছিল। আজও তারা খুবই ধারাবাহিক একটি দল।’
টস হেরে কেন উইলিয়ামসন বলেছেন, ‘আমরাও প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। আশা করি, বল হাতে আমরা ভালো করতে পারবো।
ভারত একাদশ: রোহিম শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদ্বীপ যাদব এবং মোহাম্মদ সিরাজ।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস, টম লাথাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন এবং ট্রেন্ট বোল্ট