Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৬:৩৯

ব্রাজিলে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় আল্টামিরা নগরীর একটি বারের বাইরে বন্দুকধারীর বেপরোয়া গুলি বর্ষণে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। রোববার রাতে এ ঘটনা ঘটে।

সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

খবর এএফপি’র।

এ হামলার ঘটনার পর নিরাপত্তা ক্যামেরার ভিডিও ফুটেজে বারের বাইরে গ্রাহকদের বসে থাকার সময় হ্যান্ডগান নিয়ে দুই হামলাকারীকে এগিয়ে আসতে এবং বেপরোয়া হামলা চালাতে দেখা গেছে। পরে তাদের সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।

প্যারা রাজ্য গভর্নর হেল্ডার বার্বালহো এক বিবৃতিতে বলেন, কর্তৃপক্ষ এ হামলার ঘটনা তদন্ত করে দেখছে। অপরাধী চক্রের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সর্বশেষ এ বন্দুক হামলাসহ দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে অল্টামিরায় কমপক্ষে ১২টি হত্যার ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, তারা অপরাধের এসব ঘটনা এবং যোগসূত্র তদন্ত করছে।

বার্বালহো বলেন, তিনি টাস্ক ফোর্সের ৫০ জন কর্মকর্তাকে এ তদন্ত কাজের দায়িত্ব দিয়েছেন

Facebook
Twitter
LinkedIn