২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:০৯
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:০৯

ব্রাসেলসে কভিড আইনের বিরুদ্ধে বিক্ষোভ-সংঘর্ষ

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে কভিড আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। রোববার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ছোড়ে। এ সময় উভয়পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ছয়জন।

ব্রাসেলসে প্রায় আট হাজার লোক মিছিল করে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরের দিকে এগিয়ে যায়। এ সময় তারা স্বাধীনতা বলে স্লোগান দিতে থাকে। সদর দপ্তরের কাছাকাছি গেলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ তাদের লক্ষ্য করে জলকামান ও টিয়ার গ্যাস ছোড়ে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর রয়টার্সের

পুলিশ বলছে, তাদের দুইজন কর্মকর্তা ও চার বিক্ষোভকারীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এ ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে।  

বেলজিয়ামে মাস্ক পরা, লকডাউন ও ভ্যাকসিন পাশসহ করোনা নিয়ন্ত্রণে কিছু বাধ্যতামূলক স্বাস্থ্য নীতির বিরুদ্ধে এ বিক্ষোভ শুর হয়েছে।

এদিকে এরইমধ্যে শুক্রবার বেলজিয়ান প্রধানমন্ত্রী আলেক্সজান্ডার ডি ক্রু স্যানিটারি আইন কঠোর করাসহ আরও কিছু কড়াকড়ি নিয়ম ঘোষণা করেন। 

বেলজিয়ামে জনসংখ্যা ১ কোটি ১০ লাখ। দেশটিতে গত সাতদিনে দৈনিক গড়ে ১৭ হাজার ৮শ’র বেশি লোক করোনায় সংক্রমিত হয়েছে। মারা গেছে ৪৪ জন। 

Facebook
Twitter
LinkedIn