২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১:১১

ব্লগার অনন্ত হত্যা মামলার রায় আজ

ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার রায় আজ বুধবার (৩০ মার্চ) ঘোষণা করা হবে। সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লবের আদালতে চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণার কথা রয়েছে।

হত্যাকাণ্ডের প্রায় ৭ বছর পর এই রায় দেয়া হচ্ছে। অনন্তের আইনজীবী ও পরিবারের সদস্যরা আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

তথ্য নিশ্চিত করে অনন্ত বিজয় হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী প্যানেলের সদস্য মোহাম্মদ মনির উদ্দিন বলেন, ‘দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আজ এ মামলার রায় ঘোষণা করা হবে। বেলা ১১টার দিকে আদালত বসবে, এরপরই রায় দেয়া হতে পারে।’

তিনি বলেন, ‘আমরা আসামিদের অপরাধ প্রমাণে সক্ষম হয়েছি। আশা করছি রায়ে তাদের সর্বোচ্চ শাস্তি হবে।’

ব্যাংক কর্মকর্তা অনন্ত বিজয় বিজ্ঞান বিষয়ে লেখালেখি করতেন। ‘যুক্তি’ নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন আর যুক্ত ছিলেন মুক্তমনা ব্লগের সঙ্গে। এ ছাড়া বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। পুলিশের অভিযোগপত্র মতে, লেখালেখির কারণে উগ্রবাদী গোষ্ঠী তাকে হত্যা করেছে।

Facebook
Twitter
LinkedIn