Search
২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে শাবান, ১৪৪৬ হিজরি / ভোর ৫:১৭

ভক্তদের সুখবর দিলেন পূর্ণিমা

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। গত ২১ জুলাই বিয়ের খবর প্রকাশ করে আলোচনা আসেন। এ আলোচনা চলতে থাকে কিছুদিন। এরপর তিনি খবরের বাইরে থেকে স্বামীকেই সময় দিয়েছেন। কিন্তু ভক্তদের আগ্রহ থাকে তার খবর জানার।

এবার পূর্ণিমা ভক্তদের জানালেন সুখবর। সুখবর হলো, এবার তিনি চুক্তিবদ্ধ হয়েছেন নতুন সিনেমায়। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমার নাম ‘আহারে জীবন’। নির্মাণ করবেন খ্যাতিমান পরিচালক ছটকু আহমেদ।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পূর্ণিমা এই সিনেমায় কাজের জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। সিনেমাটিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করবেন ফেরদৌস। আরও অভিনয় করবেন ওমর সানি, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহনূর, সুব্রহ প্রমুখ।

জানা গেছে, করোনাকালীন একটি গল্পকে ঘিরে নির্মিত হবে ‘আহারে জীবন’। আগামী ১৬ অক্টোবর থেকে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এ সিনেমার শুটিং শুরু হবে।

উল্লেখ্য, সর্বশেষ নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ এবং ‘জ্যাম’ সিনেমায় অভিনয় করেছেন পূর্ণিমা। দুটি সিনেমাই মুক্তির অপেক্ষায় রয়েছে। তার মধ্যেই ‘আহারে জীবন’ সিনেমায় যুক্ত হলেন নায়িকা।

Facebook
Twitter
LinkedIn