Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১০:০০

ভাটারায় ৪৩ লাখ টাকার জালনোটসহ আটক ৫

রাজধানীর ভাটারা থানাধীন নুরেরচালার সাঈদনগর এলাকায় জালনোট প্রস্তুতকারী একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দার (ডিবি) গুলশান বিভাগ। ওই অভিযানে ৪৩ লাখ টাকার জালনোটসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ জুলাই) সকাল ১০টা থেকে ওই কারখানায় অভিযান শুরু হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নুরেরচালার সাঈদনগর এলাকার জালনোট তৈরির ওই কারখানায় বিপুল পরিমাণ প্রস্তুতকৃত জালনোট, তা তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযান মাত্রই শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে বিস্তারিত জানানো হবে।

Facebook
Twitter
LinkedIn