২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:১৬
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:১৬

ভারতকে হারালে সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী

আগামীকাল বিশ্বকাপে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম তিন ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে আছে ভারত। ওদিকে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পরের দুই ম্যাচের বড় হারে ভুলতে বসেছে বাংলাদেশ। পুনের ব্যাটিং উইকেটে ফর্মে থাকা ভারতীয় ব্যাটিং লাইনআপের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে সাকিব-তাসকিনদের।

এর মধ্যে বাংলাদেশের ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতে হাজির হয়েছে পাকিস্তানি অভিনেত্রী সেহার শিনওয়ারি। বলেছেন, আগামীকাল ১৯ অক্টোবর ভারতকে হারাতে পারলে ঢাকায় এসে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ডেট-এ যাবেন তিনি।

ক্রিকেট নিয়ে বরাবরই একটু আবেগি হায়দরাবাদে জন্ম নেওয়া অভিনেত্রী। গত এশিয়া কাপে ভারতের কাছে পাকিস্তানের হারের পর বাবর আজমকে হুমকি দিয়ে টুইট (বর্তমান এক্স-বার্তা) করেছিলেন, ‘আমি বাবর আজম ও তাঁর দলের বিরুদ্ধে এফআইআর দাখিল করব। কারণ তারা ক্রিকেট না খেলে জাতির আবেগ নিয়ে খেলে।’

এমন হুমকির পরও শিক্ষা হয়নি বাবরদের। বিশ্বকাপেও তাঁরা হেরে বসেছেন ভারতের কাছে। সেদিন ভারতীয় এক কালো জাদু বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেও দলের হার এড়াতে পারেননি সেহার। তাই বাংলাদেশের ক্রিকেটারদের ওপরই ভরসা রাখছেন।

পাকিস্তানের হারের শোক সহ্য করতে করতে গত ১৫ অক্টোবর টুইট করেছিলেন সেহার, ‘ইনশাআল্লাহ আমার বাঙালী বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। ওরা যদি ভারতকে হারাতে পারে আমি তাহলে ঢাকায় যাব এবং ওদের সঙ্গে মাছ খেতে ডিনার ডেট-এ যাব।’

ভারত-বাংলাদেশ ম্যাচে পরিষ্কার ফেবারিট ভারত। কিন্তু গত ১৬ অক্টোবরের টুইটে সেহারকে বেশ আত্মবিশ্বাসী শুনিয়েছে, ‘বাংলাদেশ ভারতকে হারাতে যাচ্ছে। আমার টুইটের স্ক্রিনশট নিয়ে রাখ এবং পরে দরকার হলে আমাকে দেখিও।’  

কিন্তু পাকিস্তানের অনেক সমর্থকই এমন টুইটকে গুরুত্ব দেননি। তাঁরা সেহারকে আগের টুইটগুলোর কথা মনে করিয়ে দিয়েছেন, ‘তুমি তো আগেরবার বলেছিলে টুইটার ছেড়ে দেবে। মিথ্যুক।’ অন্য একজন বলেছেন, ‘আগে বাবর আজমের বিরুদ্ধে এফআইআর কর।’ আরেকজন তাঁর দেওয়া আগের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়েছেন, ‘সবই ঠিক আছে, কিন্তু তোমার নাম বদলাবে কবে?’

তার মানে কি ভারতকে হারাতে পারলেও বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে ডেট-এ যাবেন না সেহার?

Facebook
Twitter
LinkedIn