২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:৫৭
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:৫৭

ভারতেও নতুন করোনার হানা, শনাক্ত ৬

ভারতেও নতুন করোনার হানা, শনাক্ত ৬

নতুন ধরনের করোনায় ভারতে ছয় জন শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।

দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, শনাক্ত ছয় জন সম্প্রতি ব্রিটেন থেকে ফিরেছে। এদের মধ্যে তিন রোগীকে দেশটির বেঙ্গালুরুর ন্যাশনাল ইন্সটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো- সায়েন্সসে, দুইজন হায়দ্রাবাদের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিক্যুলার বায়োলজিতে এবং অপর আরেকজনকে ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে রাখা হয়েছে।

এক বিবৃতিতে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনাক্ত ছয় রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া তাদের সংস্পর্শে আসা সবাই কোয়ারেন্টাইনে।

করোনা শনাক্ত রোগীর সংখ্যার হিসেবে বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে এখন পর্যন্ত এক কোটি দুই লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৪৮ হাজারের বেশি জন। আল জাজিরা, এনডিটিভি

Facebook
Twitter
LinkedIn