২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:০৩

ভারতের বিহারে ট্রেন দুর্ঘটনা, চারজন নিহত

 ভারতের বিহারে একটি ট্রেন দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী। স্থানীয় সময় বুধবার রাতে বিহারের বক্সার জেলায় এ দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এনডিটিভি রেল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, রাতে ট্রেনটি দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে যাত্রা শুরু করে আসামের গুয়াহাটির কাছে কামাখ্যা যাচ্ছিল। আসামে যাওয়ার পথে ওই ট্রেনের ২১টি বগি লাইনচ্যুত হয়। এতে চারটি বগি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব জানিয়েছেন, বক্সার ও ভোজপুরের জেলার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য বিভাগ ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনা করছে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

Facebook
Twitter
LinkedIn