ভারতে আবারো এক দিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। সবশেষ শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় সাড়ে তিন লাখ। এ সময় করোনায় মৃত্যু হয়েছে ২৬ শ’র বেশি।
শনিবার দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ অবস্থায় ভারতজুড়ে অক্সিজেন স্বল্পতার জন্য কেন্দ্রীয় সরকারের অসহযোগিতাকে দায়ী করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জবাবে, টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত বৈঠকে বিষয়টি নিয়ে রাজনীতি না করার অনুরোধ জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনায় সর্বাধিক আক্রান্তে বিশ্বে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৬৬ লাখ দুই হাজার ৪৫৬ জন। আর মারা গেছে এক লাখ ৮৯ হাজার ৫৪৯ জন।
সূত্র : এনডিটিভি ও ওয়ার্ল্ডোমিটার