২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৪:৩৮
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৪:৩৮

ভারতে করোনায় ১০১৮ চিকিৎসকের মৃত্যু

ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে এ পর্যন্ত কমপক্ষে ২৭০ জন চিকিৎসক মারা গেছেন। প্রথম ঢেউয়ে মারা গিয়েছিলেন ৭৪৮ জন। সব মিলে এখন পর্যন্ত কমপক্ষে এক হাজার ১৮ জন চিকিৎসক মারা গেছেন। মঙ্গলবার ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন (আইএমএ) এ তথ্য দিয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন আইএমএ’র সাবেক প্রেসিডেন্ট ড. কে কে আগরওয়াল। তিনি করোনায় সংক্রমিত হয়ে সোমবার মারা গেছেন। সবচেয়ে বেশি চিকিৎসক মারা গেছেন বিহারে। সেখানে এ সংখ্যা ৭৮।এর পরে রয়েছে উত্তর প্রদেশ (৩৭), দিল্লি (২৯) এবং অন্ধ্র প্রদেশ (২২)। আইএমএ’র রেকর্ড অনুযায়ী, করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ে ভারতে মারা গেছেন কমপক্ষে ৭৪৮ জন চিকিৎসক। সংগঠনটির বর্তমান প্রেসিডেন্ট ড. জেএ জয়লাল বলেছেন, দ্বিতীয় ঢেউ সবার জন্যই ভয়াবহ প্রাণহানি ঘটিয়েছে। বিশেষ করে ফ্রন্টলাইনে থেকে যেসব স্বাস্থ্যকর্মী করোনা রোগীদের সেবা দিয়েছেন তারাও আক্রান্ত হয়েছেন

Facebook
Twitter
LinkedIn