Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৪০

ভারতে ভয়াবহ বজ্রপাতে নিহত ৬৮

ভারতের তিনটি রাজ্যে ভয়াবহ বজ্রপাতে ৬৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

রোববার (১১ জুলাই) দেশটির উত্তরপ্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশ রাজ্যের বিভিন্ন স্থানে তীব্র বৃষ্টিপাতের মাঝে বজ্রপাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে।ভারতে টানা কয়েকদিন ধরে ব্যাপক গরমের পরে রোববার বৃষ্টি শুরু হলে স্বাভাবিক ভাবেই মানুষ খুশি হয়ে ওঠেন। তবে তখন কেউ ভাবতেও পারেননি যে, সেই বৃষ্টির সঙ্গী বজ্রপাত এমন বিপর্যয় ডেকে আনবে। শুধুমাত্র উত্তরপ্রদেশেই বজ্রপাতে ৪১ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৭ জন। ভারতের রাজস্থানে বজ্রপাতে মারা গেছেন ২০ জন। এছাড়া, মধ্যপ্রদেশ থেকে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বজ্রপাতে এতো মানুষের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী টুইট বার্তায় বলেছেন, ‘রাজস্থানের কিছু এলাকায় বজ্রপাতে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। এই ঘটনা খুবই দুঃখজনক। মৃতদের পরিবারকে জানাই গভীর সমবেদনা।’এ ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৫ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত।

Facebook
Twitter
LinkedIn