২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১০:৪৪
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১০:৪৪

ভারতে মানব পাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

সাতক্ষীরার বিশেষ অভিযান পরিচালনা করে ভারতে মানব পাচার চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মানব পাচার ইউনিট। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মোকলেছুর রহমান (৩৬), মো. শহিদুজ্জামান বাবুল (৪৪), মো. আনারুল ইসলাম (৩৩) ও মো. কাজিরুল ইসলাম (৩২)।

সোমবার রাতে সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার সকালে সাতক্ষীরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ২০২১ সালের ৩ মার্চ দায়ের হওয়া মামলার তদন্তে প্রাপ্ত আসামি।

এর আগে গত ১৯ ডিসেম্বর ফতুল্লা থানায় দায়ের হওয়া একই মামলার সন্দিগ্ধ আরেক আসামি মো. আবদুস সাত্তারকে (৩৮) যশোরের কেশবপুর থেকে গ্রেপ্তার করে সিআইডি। তার আগে একই মামলায় গ্রেপ্তার হওয়া ফাতেমার আদালতে দেয়া জবানবন্দিতে আবদুস সাত্তারের নাম জানতে পারে সিআইডি।

আবদুস সাত্তার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে স্বীকার করেন, তিনিসহ মামলার অন্যান্য আসামিরা ভিকটিমদের মোটর সাইকেলে করে যশোর থেকে সাতক্ষীরায় গ্রেপ্তার মোকলেছুর রহমানের বাড়িতে রেখে আসেন। পরে ভারতে অবস্থানরত মামলার এজাহারনামীয় আসামী নজরুল ও তার সহযোগীদের সহায়তায় ভারতে পাচার করে দেয়।

গ্রেপ্তার আনারুল ও কাজিরুল ইসলাম জিজ্ঞাসাবাদে সিআইডিকে জানিয়েছেন, তারা সকলেই ভারতে নারী ও শিশু পাচারকারী দলের সক্রিয় সদস্য। ভারতে মানব পাচার চক্রের সক্রিয় সদস্য হিসেবে তাদের বিরুদ্ধে যথাক্রমে সাতক্ষীরা, যশোর ও নড়াইল জেলায় মানব পাচার আইনে একাধিক মামলা রয়েছে।

এই চক্রের মূলহোতা এজাহারনামীয় আসামি মো. আনোয়ার হোসেন ভারতের কারাগারে আটক রয়েছেন। অপর এজাহারনামীয় আসামী নজরুলকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সিআইডির মানব পাচার অপরাধ দমন ইউনিট কাজ করে যাচ্ছে।

Facebook
Twitter
LinkedIn