Search
১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ১২ই রমজান, ১৪৪৬ হিজরি / দুপুর ১:২৭

ভারতে ২০১ দিনের মধ্যে সর্বনিম্ন করোনা সংক্রমণ

Row Covid-19 or Coronavirus vaccine flasks on white background

ভারতে ২০১ দিনের মধ্যে সর্বনিম্ন করোনা সংক্রমণের হার দেড় শতাংশের নিচে নেমে এসেছে ২০ হাজারে। গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা নেমে বেড়েছে সুস্থতার হার।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আজ মঙ্গলবার দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৭৯৫ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা কমেছে ৭ হাজারের বেশি। 

অন্যদিকে, মঙ্গলবার ভারতে প্রাণহানির সংখ্যা নেমে এসেছে দুইশোর নিচে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১৭৯ জন। অর্থাৎ গত এক দিনে প্রাণহানির সংখ্যা কমেছে ৯৭ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪৭ হাজার ৩৭৩ জন।

এদিকে, সংক্রমণ কমে আসার সঙ্গে সঙ্গে ভারতে বেড়েছে সুস্থতার সংখ্যাও। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হওয়া মানুষের তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে মঙ্গলবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা আরও কমেছে।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৬ হাজার ৩০ জন মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৮ হাজারের বেশি। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৯২ হাজার ২০৬ জনে। ১৯২ দিন বা ছয় মাসেরও বেশি সময়ের মধ্যে যা সর্বনিম্ন।

ভারতের মোট শনাক্ত রোগীর শূন্য দশমিক ৮৭ শতাংশ (০.৮৭%) বর্তমানে সক্রিয় রোগী। সোমবারের তুলনায় মঙ্গলবার এই হার কমেছে। এদিকে ভারতে সুস্থতার হারও বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৮১ শতাংশ। ২০২০ সালের মার্চ মাস থেকে যা সর্বোচ্চ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে দৈনিক সংক্রমণের হার ১ দশমিক ৪২ শতাংশ। গত ২৯ দিন ধরে দেশটিতে এই হার তিন শতাংশের নিচেই রয়েছে।

Facebook
Twitter
LinkedIn