১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৫৪
১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৫৪

ভারত এখনো যেভাবে শেষ চারে যেতে পারে

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের সুপার টুয়েলভে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে ভারত। তবে শুরুর দুই ম্যাচের হারের কারণে দলটির শেষ চারের খেলা নিশ্চিত করতে এখনো অনেক পথ পারি দিতে হবে। কিভাবে সেটা?

এই গ্রুপ থেকে পাকিস্তান টানা চার ম্যাচ জয়ে শেষ চারে চলে গেছে অনেক আগেই। দেখে নেয়া যাক এই গ্রুপ থেকে অন্য কোন দলের শেষ চারে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গ্রুপ ২
ভারত : আফগানিস্তানের পর স্কটল্যান্ডকে উড়িয়ে দিলেও এখনো নিজেদের হাতে সবটা নেই। শেষ ম্যাচ জিততেই হবে। সেটা হলেও ভারতের পক্ষে শেষ চারে যাওয়া সম্ভব হবে না, যদি নিউজিল্যান্ড শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দেয়। ভারত শেষ ম্যাচ জিতলে ও নিউজিল্যান্ড আফগানিস্তানের কাছে হেরে গেলে তিন দলেরই ছয় পয়েন্ট করে হবে। তখন নেট রানরেট বিচার্য হবে। নেট রানরেটে ভারত এরই মধ্যে পেছনে ফেলেছে দুই দলকে। ভারতের নেট রানরেট যেখানে +১.৬১৯, আফগানিস্তানের +১.৪৮১ ও নিউজিল্যান্ডের +১.২৭৭। বিরাট কোহলিদের বড় সুবিধা, গ্রুপের শেষ ম্যাচ যেহেতু তারাই খেলবে, নেট রানেরেট বিচার্য হলে তারা হয়তো কিছুটা সুবিধা কাজে লাগাতে পারবে।

নামিবিয়া (৮ নভেম্বর)
পাকিস্তানের পর এই গ্রুপ থেকে শেষ চারে যাওয়ার সবথেকে বেশি সম্ভাবনা নিউজিল্যান্ডের। যদি নিউজিল্যান্ড আফগানিস্তানকে হারিয়ে দেয়, তাহলে শেষ চারে চলে যাবে। যদি তারা আফগানিস্তানের কাছে হারে ও ভারত শেষ ম্যাচ জেতে তাহলে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ভারতের পয়েন্ট হবে ছয়। নেট রানরেটে নিউজিল্যান্ড (+১.২৭৭) পিছিয়ে রয়েছে ভারত (+১.৬১৯) ও আফগানিস্তানের (+১.৪৮১) থেকে।

আফগানিস্তান (৭ নভেম্বর)
শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারলে বিদায়। জিতলে ভারত ও নিউজিল্যান্ডের সাথে ছয় পয়েন্টে থাকবে। নেট রানরেট বিচার্য হবে তখন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Facebook
Twitter
LinkedIn