২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৩৬
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৩৬

ভারত কখনো ‘টাইমড আউট’ করবে না: দ্রাবিড়

চলমান বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচে ‘টাইমড আউট’ হয়েছিলেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। এই আউট নিয়ে হয়েছে বেশ আলোচনা-সমালোচনা। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের করা আবেদনের প্রেক্ষিতে আউট দিয়েছিলেন আম্পায়ার। আর তাই বেশি সমালোচনার শিকার হয়েছে সাকিব। 

টাইমড আউট’ নিয়ে অনেক সাবেক ক্রিকেটার নিজের মতামত জানিয়েছিলেন। বিশ্বকাপে প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাগতিক ভারত। মাঠে নামার আগে ‘টাইমড আউট’ নিয়ে কথা বলেছিলেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। তিনি জানিয়েছিলেন, ভারত কখনো ‘টাইমড আউট’ করবে না। কিন্তু এই ধরনের আউট নিয়মের মধ্যে থাকায় তিনি কাউকে দোষীও বলতে পারেন না।

Facebook
Twitter
LinkedIn