টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি উপমহাদেশের দুই ক্রিকেট পরাশক্তি ভারত ও পাকিস্তান। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে রবিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। চির প্রতিদ্বন্দ্বীর এ লড়াইকে ঘিরে রয়েছে বৃষ্টির শঙ্কা।
ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্য রকম উত্তেজনা, অন্য রকম শিহরণ। গত মাসে এশিয়া কাপে এই দুই চির প্রতিদ্বন্দ্বী দু’বার মুখোমুখি হয়েছে। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে দুই দলই একবার করে জয় পেয়েছে।
বিশ্বকাপ পর্যায়ে ভারতের কাছে টানা ১১ হারের পর গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পায় পাকিস্তান। এবার মেলবোর্নে সেই জয় ধরে রাখার চ্যালেঞ্জ বাবর আজমদের। চোট কাটিয়ে লম্বা সময় পর স্ট্রাইক পেসার শাহিন শাহ আফ্রিদির দলে ফেরা আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে তাদের।
অন্যদিকে দারুণ ব্যাটিং লাইনআপ ভারতের। ইনজুরির কারণে তারাও মিস করছে পেস আক্রমনের মূল অস্ত্রো জাসপ্রিত বুমরার সঙ্গে অভিজ্ঞ স্পিনিং অলরাউন্ডার রবিন্দ্র জাদেজাকে। ভারত-পাকিস্তান ‘ক্রিকেট মহারণ’ দিয়েই সুপার টুয়েলভে শুরু হবে গ্রুপ-২’এর লড়াই। এখানে বাংলাদেশের সঙ্গে অন্য তিন দল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস।