২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৮:২৬

ভার্চুয়াল ফরম পূরণের অনুরোধ জনপ্রশাসন সংস্কার কমিশন-এর

নিজস্ব প্রতিবেদক

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

অনলাইনে জনমত সংগ্রহে গতকাল থেকে শুরু হয়েছে ভার্চুয়াল ফরম পূরণ কর্মসূচী। প্রতিটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান থেকে নাগরিক সমীপে একটি গুগল ফরমের লিংসহ বার্তা প্রেরণ করা হয়েছে। নাগরিক হিসেবে সবার এতে অংশ নেয়া অবশ্যই কতব্য। জনপ্রশাসন সংস্কার সম্পর্কিত বিভিন্ন বিষয়ে নাগরিকদের মতামত সংগ্রহের জন্য প্রশ্নমালাগণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটি জনমুখী, দক্ষ জবাবদিহিতামূলক ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সুপারিশ সম্বলিত একটি প্রতিবেদন দাখিলের জন্য বিগত ১ অক্টোবর ২০২৪ তারিখে জনাব আব্দুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে একটি কমিশন গঠন করেছে। কমিটিকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে। কমিশন ইতোমধ্যে তার কার্যক্রম শুরু করেছে। এ উদ্দেশ্যে কমিশন কতগুলো অগ্রাধিকার বিষয়ে বিভিন্ন পেশার নাগরিকদের অভিপ্রায় ও অভিমত জানার জন্য নিম্নলিখিত প্রশ্নমালার উপর জনমত সংগ্রহের উদ্যোগ নিয়েছে। আপনি নিম্নের সহজ ও সংক্ষিপ্ত প্রশ্নমালার উপর শুধুমাত্র টিক (∙) চিহ্ন দিয়ে আপনার মতামত প্রকাশ করতে পারেন। অনলাইন বা অফলাইনে আপনার সুচিন্তিত মতামত আগামী ২৫ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে জানাতে পারেন। আপনার মতামত অধিকতর কার্যকর জনপ্রশাসন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাগরিক সমীপে ১৩ টি প্রশ্ন রাখা হয়েছে। ৩ টি সম্ভাব্য উত্তর থেকে আপনাকে ১ টি উত্তর ভরাট করতে হবে। ১৪ নং প্রশ্ন আপনি অতিরিক্ত আরও ৩ টি মতামত লিখে জানাতে পারবেন। এটা আপনার ঐচ্ছিক বিষয়। সব মতামত শেষ হলে নিচে ইংরেজীতে Submit এর ঘরে click করতে ভুলবেন না।
ওয়েবসাইট:
www.mopa.gov.bd

Facebook
Twitter
LinkedIn