Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ৮:২৩

ভালোবাসা দিবসে আসছে তানিশার নতুন গান

উত্তরবঙ্গের সুন্দরী আর সুরেলা কণ্ঠের গায়িকা তানিশা মির্জা। সাম্প্রতিক কিছু শ্রোতা ও দর্শকপ্রিয় গানের কল্যাণে বেশ আলোচিত এই সুন্দরী গ্ল্যামারাস কণ্ঠশিল্পী। তানিশা মির্জার গাওয়া বেশ কয়েকটি গান প্রকাশ পেয়েছে। সেগুলো শ্রোতা ও দর্শকপ্রিয়তা পেয়েছে বেশ। সম্প্রতি তানিশা বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জনপ্রিয় গান ‘মায়া লাগাইছে’ এর কভার গান দিয়ে দারুনভাবে সফল ও আলোচিত হয়েছেন।

তানিশা মির্জা তার এই কাভার গানের সাফল্যের রেশ ধরেই নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন সম্প্রতি। তার এই নতুন গানের টাইটেল ‘কলিজা’। এটি তার নতুন বছরের গাওয়া প্রথম গান। এটি প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট এর অঙ্গ প্রতিষ্ঠান ক্রাউন মিউজিকের স্টুডিওতে রেকর্ডিং করা হয়েছে। ‘কলিজা’ গানটি তানিশার কথা ও সুরে সংগীত আয়োজন করেছেন রানা আকন্দ।

নতুন গান প্রসঙ্গে তানিশা মির্জা বলেন, দীর্ঘ দিন ধরেই নতুন মৌলিক গান নিয়ে ভাবছিলাম। ‘কলিজা’ গানটি আমার অনেক পছন্দের। অনেক যত্ন নিয়ে কথাগুলো সাজিয়েছি। গত বছর থেকেই গানটি নিয়ে পরিকল্পনা চলছে। অবশেষে গানটির রেকর্ডিং হয়েছে। অচিরেই গানের মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করা হবে। গানটি নিয়ে আমি অনেক আশাবাদী। আশা করছি – আমার গানের ভক্ত, শ্রোতা, দর্শকরা গানটি পছন্দ করবেন।

তানিশা মির্জা জানান, আসন্ন ভালোবাসা দিবসে একটি ইউটিউব চ্যানেলে ‘কলিজা’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মটি মুক্তি দেয়া হবে।

সবশেষে এই প্রতিবেদককে তানিশা মির্জা বলেন, করোনাময় ২০২০ সাল কাটিয়ে আমরা নতুন বছর ২০২১ এ পদার্পণ করেছি। তাই এই নতুন বছর নিয়ে আমি অনেক আশাবাদী। নতুন পরিকল্পনা আছে এই বছরে। বেশ কিছু ভালো গান আমি এই বছরে উপহার দিতে চাই। ভালো কথার এবং ভালো মানের গান ভক্ত শ্রোতা দর্শকদের উপহার দেয়ার পরিকল্পনা নিয়েই আমি নতুন বছরের শুরুতেই কলিজা গানটা করলাম। আশা রাখছি – সবার দোয়া আর ভালোবাসায় আমি সফল হবো।

Facebook
Twitter
LinkedIn