২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:০৫

ভিভো ভি২৩ ফাইভজি, রং আর ফ্রেমে ভিন্ন আমেজ

ব্যতিক্রমী ফটোগ্রাফি ফিচার, ইন্ডাস্ট্রি লিডিং সেলফি ক্যামেরা, তিন রিয়ার ক্যামেরার দুর্দান্ত সেটআপ; সঙ্গে ফাইভজি নেটওয়ার্কের স্বাদ! এত কিছু রয়েছে একটি ট্রেন্ড সেটিং সিম ডিজাইনের স্মার্টফোনে। মডেল ভিভো ভি২৩ ফাইভজি। সম্প্রতি দেশের গ্রাহকদের স্মার্টফোন ব্যবহারের সেরা অভিজ্ঞতা দিতে ভি-২৩ ফাইভজি স্মার্টফোন এনেছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো।

ফ্রন্ট ক্যামেরা ফটোগ্রাফিতে ডুয়াল সেলফি ক্যামেরা সেটআপ রয়েছে ভিভো ভি২৩ ফাইভজিতে। একটি ৫০ মেগাপিক্সেলের অটো ফোকাস পোর্ট্রইেট সেলফি ক্যামেরা; অন্যটি ৮ মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। রিয়ারে রয়েছে অসাধারণ ৬৪ মেগাপিক্সেলের জিডব্লিও১ সুপার সেন্সিং ক্যামেরা। স্মার্টফোনটির অন্যতম চমক, সূর্যের আলোতে বদলাবে এর রং।

সেলফিতে অনন্য
উজ্জ্বল আলোতে দারুণ ছবি তুলতে ভিভো ভি২৩ ফাইভজির ফ্রন্টে রয়েছে ৫০ মেগাপিক্সেলের হাই রেজল্যুশন অটো ফোকাস পোর্ট্রইেট সেলফি ক্যামেরা। সংবেদনশীল আলোতে প্রয়োজনীয় আলো ধারণ করতে এ ক্যামেরার কাস্টমাইজড সেন্সরে (৫০ মেগাপিক্সেল জেএনভি) রয়েছে অত্যাধুনিক আইসোসেল ৩.০ প্রযুক্তি। অটোফোকাস প্রযুক্তির কারণে ফোকাস ধরে রাখবে এ সেলফি ক্যামেরা, যা বারবার ডিফোকাস হয়ে যাবে না। ছবি তোলার সময় নড়াচড়া করলে বা ভিডিও করার সময় ফোকাস নষ্ট হবে না।

দ্বিতীয় সেলফি ক্যামেরাটি একটি সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যা ১০৫ ডিগ্রি পর্যন্ত জায়গা ধারণ করতে পারে একটি সেলফিতে। একটি ফ্যামিলি পোর্ট্রইেট বা গ্রুপ ফটো অনেক বেশি ঝকঝকে হবে এ ক্যামেরায়। শুধু তা–ই না, এ ক্যামেরা দিয়ে অন্ধকার পরিবেশে ছবি তুলতে এআই এক্সট্রিম নাইট পোর্ট্রেইট, সুপার ওয়াইড অ্যাঙ্গেল নাইট সেলফি মোডও যোগ করা হয়েছে। সেলফিতে আরও আলোর প্রয়োজন হলে ব্যবহার করা যাবে ডুয়াল টোন স্পটলাইট। সৃজনশীল সেলফি তুলতে রয়েছে পার্টি পোর্ট্রেইট, ফ্ল্যাশ পোর্ট্রেইট এবং মাল্টি স্টাইল পোর্ট্রেইট মোড।

স্মার্টফোন ফটোগ্রাফিতে ভিন্ন স্বাদ
৬৪ মেগাপিক্সেলের মেইন রিয়ার ক্যামেরাতে রয়েছে জিডব্লিও১ ইমেজ সেন্সর। সংবেদনশীল আলোতে ছবি তুলতে কাজ করবে এ জিডব্লিও১ ইমেজ সেন্সর। প্রধান ক্যামেরার সঙ্গে দুটো সেকেন্ডারি ক্যামেরাও আছে ভিভো ভি২৩ ফাইভজিতে; একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। তিন ক্যামেরার এই সেটআপ দিয়ে একদিকে যেমন বড়সড় ল্যান্ডস্কেপ ছবি তোলা যাবে, তেমনি অনেক ক্ষুদ্র বস্তুর ছবিও তোলা যাবে। সেলফি ক্যামেরার মতো চমক রয়েছে ভি২৩ ফাইভজির রিয়ার ক্যামেরাতেও। নিখুঁত ফটোগ্রাফি অভিজ্ঞতার জন্য রয়েছে সুপার নাইট মোড, বোকেহ ফ্লেয়ার পোর্ট্রইেট এবং আলট্রা স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি।

সূর্যের আলোয় বদলায় রং
ভি২৩ ফাইভজি স্মার্টফোনের ডিজাইন এমনভাবেই করা হয়েছে যে হাতে এক রঙের স্মার্টফোন নিয়ে বের হলে সূর্যের আলো পড়তেই রং গেল বদলে। দুই বছরের গবেষণার পর কালার চেঞ্জিং গ্লাস বডি উদ্ভাবন করেছে ভিভো; যা ভিভো ভি২৩ ফাইভজিতে ব্যবহার করা হয়েছে। এই গ্লাস ডিজাইনের কারণে ভি২৩ ফাইভজির রং রোদের তাপে গেলে ধীরে ধীরে পাল্টাতে থাকে। সোনালি রঙের স্মার্টফোনটি ধীরে ধীরে হালকা নীল রং ধারণ করে। এরপর গোলাপী-কমলা রং হয়ে শেষে নীলাভ সবুজ রঙেও পরিবর্তন হয় স্মার্টফোনটির গ্লাস বডি।

দ্রুতগতির স্মার্টফোন

ফাইভজি নেটওয়ার্কের ভিভো ভি২৩ একটি দ্রুতগতির স্মার্টফোন। প্রিমিয়াম এক্সপেরিয়েন্স, ফাস্ট অ্যাপ স্টার্টআপ এবং ইন্সটলেশন স্পিডের জন্য সুনাম রয়েছে ভিভো স্মার্টফোনের। ভি২৩’র ফাইভজি নেটওয়ার্কের সঙ্গে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ ফাইভজি প্রসেসর ভিভোর এই সুনাম ধরে রাখবে। স্মার্টফোন গেমারদের জন্যও চমক রয়েছে এই স্মার্টফোনে। ভিভো ভি২৩ ফাইভজির ৯০ হার্জ রিফ্রেশ রেট, এক্সটেন্ডেড র‌্যাম ২.০ প্রযুক্তি, লিকুইড কুলিং সিস্টেম এবং আলট্রা গেম মোড হাইরেঞ্জ গেম খেলার জন্য স্মার্টফোনটিকে উপযোগী করেছে। সুপার স্লিম বডিতে ৪২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তিও মিলবে ভিভো ভি২৩ ফাইভজিতে।

যেকোনো অথরাইজড ভিভো স্টোরে এখন পাওয়া যাবে ভিভো ভি২৩ ফাইভজি স্মার্টফোনটি। খরচ পড়বে ৩৯ হাজার ৯৯০ টাকা।

Facebook
Twitter
LinkedIn