Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১০:৫২

ভূঞাপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের ভূঞাপুরে ডেভিল হান্ট অপারেশনে মো. ইসমাইল হোসেন ওরফে ইকো মিয়া নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার উপজেলার ফসলান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে ভূঞাপুর থানা পুলিশ। ইকো মিয়া উপজেলার অর্জুনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুশুয়া গ্রামের মৃত আ. মান্নানের ছেলে।

জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে ভূঞাপুর থানা পুলিশের একটি দল ভূঞাপুর পৌর এলাকার ফসলান্দি গ্রামে ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম জানান, মো. ইসমাইল হোসেন ওরফে ইকো মিয়ার নামে টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলা থাকায় তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn