২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৩৬

ভূমিকম্পের ১৭০ ঘণ্টা পর ১ নারীকে জীবিত উদ্ধার

তুরস্কে ভূমিকম্পের ১৭০ ঘণ্টা পর ধ্বংসস্তূপের ভেতর থেকে ৪০ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার তাকে উদ্ধার করা হয়।

সোমবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

৪০ বছর বয়সী ওই নারীর নাম সিবেল কায়া। তুরস্কের উদ্ধারকারীরা গাজিয়ানটেপ প্রদেশের ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করেছে।

এর আগে, ১৪০ ঘণ্টা পর ধ্বংসস্তূপের ভেতর থেকে ৭ মাস বয়সী শিশুকে জীবিত উদ্ধার করা হয়। সেই সাথে, জীবিত উদ্ধার করা হয় ১৩ বছর বয়সী এক মেয়ে এবং ২৭ বছর বয়সী এক পুরুষকেও। তুরস্কের হেতে প্রদেশে

ঘটে এই ঘটনা।

গত সোমবার তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো ‘অলৌকিক’ভাবে বেঁচে থাকা মানুষগুলো জীবিত উদ্ধার হচ্ছে।

এদিকে, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার লোক নিহত হয়েছেন। গত সোমবার ভোরে প্রধান ভূমিকম্পটির দেশ দুটিতে দুই হাজার চার শ’টি আফটারশক হয়েছে।

মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াবে
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বর্তমানের চেয়ে দ্বিগুণ অথবা তার চেয়ে বেড়ে যাবে। জাতিসঙ্ঘ ত্রাণ প্রধান মার্টিন গ্রিফিথস এ কথা বলেছেন।

তিনি শনিবার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কাহরামনমারাস শহরে আসেন। এটি সোমবারের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের মূল কেন্দ্রস্থল ছিল।

স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, আমি মনে করি সঠিক হিসেব দেয়া কঠিন। তবে আমি নিশ্চিত এটি দ্বিগুণ কিংবা তার চেয়ে বেশি হবে।

তিনি আরো বলেছেন, আমরা প্রকৃতপক্ষে মৃতের সংখ্যা গণনা শুরু করিনি।

হিমশীতল আবওহায়া উপেক্ষা করে হাজার হাজার উদ্ধারকর্মী এখনও তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে গৃহহারা লাখ লাখ লোক অবর্ণনীয় অবস্থায় রয়েছে। তাদের জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা প্রয়োজন।

জাতিসঙ্ঘ সতর্ক করে বলেছে, তুরস্ক ও সিরিয়ায় অন্তত আট লাখ ৭০ হাজার লোকের জরুরি ত্রাণ প্রয়োজন। কেবল সিরিয়ায় ৫৩ লাখ লোক গৃহহীন হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে শক্তিশালী এই ভূমিকম্পে দুই কোটি ৬০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র : আল-জাজিরা

Facebook
Twitter
LinkedIn