২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৬:৫৫

ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার বালি দ্বীপ

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালি মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠেছে। ভূমিকম্পটি ৫ দশমিক ৬ মাত্রার ছিল। সোমবার স্থানীয় সময় ৪টা ৩৬ মিনিটে হয় এই ভূমিকম্প।

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূপদার্থবিদ্যা বিভাগের (বিএমকেজি) কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় এক মিনিট স্থায়ী হয়েছিল এই ভূমিকম্প। বালি দ্বীপের বিভিন্ন ভবন থেকে লোকজন ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সড়কে এসে দাঁড়িয়েছেন।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ ইন্দোনেশিয়ার অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়। এখানে টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষ ঘটে। শুধু ইন্দোনেশিয়া নয় জাপানসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার সব দেশেই এ কারণে ঝুকিপূর্ণ।

২০০৪ সালে সুমাত্রার উপকূলে ৯ দশমিক ১ মাত্রার মাত্রার ভয়াবহ একটি ভূমিকম্প হয়। ভূমিকম্পের পরপর আঘাত হানে সুনামি। তখন ওই অঞ্চলে ভূমিকম্প ও সুনামির কারণে ইন্দোনেশিয়ায় ১ লাখ ৭০ হাজারসহ ২ লাখ ২০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছিল।

২০১৮ সালেও দেশটির লোম্বাক দ্বীপে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। পরে কয়েক সপ্তাহেও বেশি কিছু কম্পন অনুভূত হয়। ওই ভূমিকম্প দেশটির সাড়ে পাঁচ শতাধিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। দেশটিতে প্রায়ই এমন প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে।

তবে সোমবারের ভূমিকম্পে বালিতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এছাড়া বিকেএমজি জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির সম্ভাবনাও নেই।

Facebook
Twitter
LinkedIn