২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:৩৪
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:৩৪

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবো: ফখরুল

সব ভেদাভেদ ভুলে গিয়ে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডি সুগন্ধা কমিউনিটি সেন্টারের সামনে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক শেখ রবিউল আলম রবির উদ্যোগে গরিবদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবো। সংগঠনকে শক্তিশালী করতে হবে। অনেক নেতা কারাগারে। সকলকে মুক্ত করতে হবে। মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। রুটি রুজির ব্যবস্থা করে দিতে হবে। এজন্য জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই লড়াইয়ে কাজ করতে হবে।’

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn