২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৫৪

ভেনিসে ক্রিকেট টুর্নামেন্টে এসিএস ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন

শাইখ আহমেদ, ভেনিস, ইতালিঃ

মাদক ছাড়ো, খেলা ধরো! এই শ্লোগানকে সামনে রেখে ইতালির ভেনিস শহরে এসিএস ভেনিস ক্লাব এর উদ্যোগে দীর্ঘ দুই মাসের অধিক সময় ব্যাপী ৮ ওভার ৭ জন প্লেয়ার করে ১৬ দলের ক্রিকেট টুর্নামেন্ট গত ১ লা সেপ্টেম্বর থেকে ৫ ই নভেম্বর পর্যন্ত পার্কো কনকর্দিয়া মাঠে অনুষ্ঠিত হয়েছে। উদ্ভোধনী খেলায় ভেনিস ক্রিকেট ক্লাব ও প্রজন্ম আস্ট্রা অংশগ্রহণ করেন।এই ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল খেলা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে এসিএস ক্রিকেট ক্লাব ভেনিস ক্রিকেট ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

চ্যাম্পিয়ন দলের জন্য ৫৮ ইঞ্চি টিভি ও সকল খেলোয়ারদের জন্য মেডেলের ব্যবস্থার পাশাপাশি রানার আপ দলের জন্য ৫০ ইঞ্চি টিভি ও সকল খেলোয়ারদের জন্য মেডেলের ব্যবস্থা করা হয়।ক্রিকেট টুর্নামেন্ট এ অংশগ্রহণকারী খেলোয়ারদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে আকর্ষনীয় পুরস্কারে পুরস্কৃত করা হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এসিএস ক্রিকেট ক্লাবের সাগর চৌকিদার ও ম্যান অব দা ফাইনাল রাজীব মিয়া, সেরা উইকেট শিকারী ভেনিস ক্রিকেট ক্লাবের আল আমিন ও সেরা ব্যাটসম্যান নাজমুল হক নির্বাচিত হন।

পাশাপাশি উক্ত টুর্নামেন্টে পুরষ্কার বিতরনকালে এসিএস ভেনিস ক্লাব এর পক্ষ থেকে ভেনিস বাংলা স্কুল, বাংলাদেশ একাডেমি ভেনিস, ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব, বাংলা মিষ্টি ঘর, খেলা পরিচালনায় অ্যাম্পিয়ার সহ খেলা পরিচালকবৃন্দদের সম্মাননা পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
পুরস্কার বিতরনকালে এসিএস ভেনিস ক্লাব এর সভাপতি মোশাররফ মোল্লা’র সভাপতিত্বে সহ সাংগঠনিক সম্পাদক আকন হিরুর পরিচালনায় খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সহ সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক আলী সালেহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ভেনিস ইতালিয়ান কমুনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ ভেনিসের রাজনৈতিক, সামজিক, ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ।

এসিএস ভেনিস ক্লাব এর সভাপতি মোশাররফ মোল্লা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেই সকল ক্রিকেটপ্রেমীদের প্রতি যাদের পরিশ্রম, সহযোগিতা ও স্পনসরের মাধ্যমে সুন্দর ও সুশৃংখলভাবে ক্রিকেট টুর্নামেন্ট এর পরিসমাপ্তি হয়েছে। প্রবাসে এত সুন্দর আয়োজন উপভোগ করার জন্য ভেনিসের ক্রিকেটপ্রেমী সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে খেলা উপভোগ করেছে। এসিএস ভেনিস ক্লাব সমাজ তথা প্রবাসে সর্বস্তরের মানুষের কল্যানে এমন সুন্দর কার্যক্রম অব্যাহত রাখবে এমনটিই প্রত্যাশা করছে ইতালির ভেনিস শহরের সর্বস্তরের প্রবাসীগন।

Facebook
Twitter
LinkedIn