২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৪৫
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৪৫

ভোটারদের প্রতি কৃতজ্ঞতা: ফেরদৌস

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কঞ্চন-নিপুন প্যালেন থেকে কার্যকরী সদস্য পদে নির্বাচন করেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। পর্দার মতো ভোটের মাঠেও জনপ্রিয়তার দৌড়ে সবাইকে টপকে শীর্ষে রয়েছেন তিনি।

কার্যকরী সদস্য হিসেবে তিনি পেয়েছেন সর্বোচ্চ ২৪০ ভোট।-এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। উল্লেখ্য, শারীরিক অসুস্হতা ও ব্যবসায়িক চাপের কারণে নির্বাচনের শুরু থেকে মাঠে ছিলেন না ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত এ নায়ক। তিনি ২৫ তারিখ থেকে সক্রিয় হয়েও সর্বাধিক ভোট পাওয়ার নজির গড়লেন। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৮ জন। তার মধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন, ভোট বাতিল হয়েছে ১০টি।

এমন জনপ্রিয়তা ধরে রাখার রহস্য সম্পর্কে ফেরদৌস বলেন, ‘দিনশেষে আমরা সবাই এক। এটা ছিল উৎসব। আমরা তাতে সামিল হয়েছি মাত্র। এখানে জয়-পরাজয় আমার কাছে মুখ্য না। তবে আমার বন্ধু-সতীর্থরা যে আমাকে এতটা ভালোবাসে, সেটা এই নির্বাচন না হলে টেরই পেতাম না। আমি কৃতজ্ঞ সবার প্রতি।

Facebook
Twitter
LinkedIn