Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ৮:১৭

ভৈরবে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

আজ সকালে ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সেতুর উপরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দিপু নামে এ মাছ ব্যাবসায়ী নিহত হয়েছেন।

কিশোরগঞ্জের ভৈরবে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের ছুরিরঘাতে দীপু মিয়া ( বয়স ২৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ৯ জুন সকাল সাড়ে ১০টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর নাটাল মোড় এলাকায় তাকে পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত দীপু মিয়া জেলার বাজিতপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের দড়িকান্দি গ্রামের রঙ্গু মিয়ার ছেলে।

তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী। আশুগঞ্জ ও ভৈরবসহ বিভিন্ন এলাকায় তিনি পাইকারি মাছ সাপ্লাই দিতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দীপু মিয়া আশুগঞ্জের আলাল শাহ মৎস্য আড়ত থেকে মাছ বিক্রি করে বুধবার (৯ জুন) সকালে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু দিয়ে ভৈরবে  আসছিল।

পথে টোল প্লাজা সংলগ্ন নাটাল মোড় এলাকায় পৌঁছুলে তিনি ছিনতাইকারী দলের কবলে পড়েন।

ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা ছিনতাই করতে গিয়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। তবে তার পকেটে ৫২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন পেয়েছে পুলিশ।

ঘটনার পর টোলপ্লাজা সংলগ্ন নাটাল মোড় এলাকায় লাশের মতো একজনকে পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত  ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে প্রথমে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভৈরব থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তরিকুল আলম জানান, নিহত যুবকের নাম দীপু মিয়া। সে বাজিতপুর পৌর শহরের দড়িকান্দি এলাকার রঙ্গু মিয়ার ছেলে। তার পকেটে ৫২ হাজার টাকা ও একটি মোবাইল পাওয়া গেছে।

তাকে কারা কি কারণে হত্যা করেছে, তা কেউ বলতে পারছে না। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

Facebook
Twitter
LinkedIn