২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:০৯

ভোটের আগের রাতে জাতীয় পার্টিও ব্যালট বাক্স পূর্ণ করেছে: চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ভোটের আগের রাতে ব্যালট বাক্স পূর্ণ করা হয়, এটি সত্য। জাতীয় পার্টিও এটি করেছে বলেও স্বীকার করেন চুন্নু। 

তিনি বলেন, ক্ষমতাসীন সরকার সহযোগিতা না করলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ চলাকালে এই কথা বলেন মুজিবুল হক চুন্নু।

রবিবার (৩১ জুলাই) সংলাপের শেষদিনে মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে জাতীয় পার্টির ১৩ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সংলাপ বসে নির্বাচন কমিশন (ইসি) । সংলাপে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

তিনি বলেন, বিদ্যমান অবস্থায় নির্বাচন আয়োজন কঠিন। তবে অংশগ্রহণমূলক নির্বাচন করার ব্যাপারে আশাবাদী তিনি। 

তবে বর্তমান কাঠামোয় কমিশন চাইলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন জাতীয় পার্টির মহাসচিব। একাধিক দিনে জাতীয় নির্বাচন আয়োজনের পরামর্শও দেওয়া হয় জাতীয় পার্টির পক্ষ থেকে। 

এ সময় নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেন, দেশের রাজনীতি নষ্ট হয়ে গেছে। আগামীতে আরো নষ্ট হবে বলেও আশংকা করছেন তিনি । ইসি ধারাবাহিক সংলাপ শেষ হচ্ছে আজ বিকাল ৩ টায়। আওয়ামী লীগের সঙ্গে সংলাপের মাধ্যমে শেষ হবে ইসির এই সংলাপ পর্ব। তবে বিএনপিসহ ৯টি দল এ আয়োজন বর্জন করেছে।

Facebook
Twitter
LinkedIn