বগুড়ার শিবগঞ্জে এজেন্টদের বের করে দেয়া, সমর্থকদের মারপিট ও কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতিকের মেয়র প্রার্থী মতিয়ার রহমান মতিন। ভোট গ্রহণ শুরুর সাড়ে তিন ঘন্টার মাথায় বেলা সাড়ে ১১ টার দিকে প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
বিএনপির এই মেয়র প্রার্থী দাবি করেন, পৌর অঞ্চলের বেড়াবালা,গরীবপুর,দহিলা,শব্দলদিঘীসহ প্রায় সব গুলো কেন্দ্রে সবুজ টুপি পরিহিত আওয়ামী লীগ ক্যাডাররা ভোটারদের মারপিট করে এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দিচ্ছেন। প্রতিটি কেন্দ্রেই সবুজ টুপি পরা আওয়ামী লীগ ক্যাডাররা কেন্দ্র দখল করে রেখেছে। ৯ নং ওয়ার্ডের নাট মরিচাই ভুরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ধানের শীষের এজেন্ট আব্দুল হামিদকে পুলিশ হুমকী দিয়েছে এবং নৌকার এজেন্ট দেলোয়ার ও তাহেরুল তাকে মারপিট করে ঘাড় ধরে বের করে দিয়েছে। এসময় বানাইল বালিকা বিদ্যালয়ে ভোট দিতে গিয়ে ধানের শীষের সমর্থক আশরাফুল ইসলামকে মারপিট করা সহ নানা অভিযোগ করেন তিনি।
এদিকে ৯ নং ওয়ার্ডের টেবিল ফ্যান প্রতিকের কাউন্সিলর প্রার্থী মোকছেদ আলীও ভোট বর্জন করেছেন।
তবে আওয়ামীলীগের মেয়র প্রার্থী তৌহিদুর রহমান মানিক সূষ্ঠু ভোটের দাবি করে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, নৌকার কোন সমর্থক কোন প্রকার বিশৃঙ্খলা করেনি।।