২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১২:২৪

ভোট পর্যবেক্ষণের অনুমতি পেলেন ৫৯ সংবাদকর্মীসহ ১৮৬ বিদেশি

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের আগে ও পরে পর্যবেক্ষণ করার জন্য ১৮৬ জন পর্যবেক্ষক ও সাংবাদিককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের মধ্যে ১২৭ জন হলেন পর্যবেক্ষক আর ৫৯ জন বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী।

এছাড়া নির্বাচন দেখতে দেশি ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষককেও অনুমোদন দিয়েছে ইসি। কেন্দ্রীয় ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবংস্থানীয় ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০, ২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবে।

বুধবার (৩ জানুয়ারির) ইসির একাধিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

ইসি সূত্রে জানা গেছে, বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন ইউরোপিয় ইউনিয়নের চারজন, যুক্তরাষ্ট্রের আইআরআই এবং এনডিআই’র ১২ জন, সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের (এসএডিএফ) ছয়জন, দক্ষিণ কোরিয়ার এইচএল গ্রুপের একজন, এসএনএএস আফ্রিকার দুইজন, মুসলিম কমিশন নেপালের দুই জন যুক্তরাষ্ট্রের বিরনি ল পিএলএলসি-এর এক জন, আফ্রিকা হাউজ লন্ডনের দুই জন, বি স্ট্রাটেজিক পার্টনার’র (ব্রিটিশ) একজন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন অরগানাইজেশ’র (জাপান) একজন, মুতাশ ক্রিয়েট রিসার্চ’র (জাপান) এক জন, ইলেকশন মনিটরিং ফোরামের (ভারত) এক জন, শ্রীলঙ্কার মেম্বার অব পার্লামেন্ট এক জন, অস্ট্রেলিয়ান এক রিসার্চার ও ইলেকশন মনিটরিং ফোরাম এর যুক্তরাষ্ট্রের এক নাগরিক।

এছাড়াও জাপানের এক নাগরিক, মালদ্বীপের অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল লিং-এর তিনজন, ব্রিটিশ হাইকমিশন-ঢাকার ১০ জন, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক কো-অপারেটিভ অরগানাইজেশনের (থাইল্যান্ড) একজন, ভিটেম ফাউন্ডেশন পোল্যান্ড’র একজন, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের একজন, ইন্টারন্যাশনাল পার্লামেন্টারিয়ানস কংগ্রেসে’র দুইজন, আমেনিকান গ্লোবাল স্ট্র্যাটিজিস’র একজন, আমেরিকার একজন ব্যবসায়ী, অ্যাম্বাসি অব জাপানের ১৭ জন, আফ্রিকান ইলেকটোরাল অ্যালাইয়েন্সের ১২ জন, ব্রিটেনের পার্লামেন্টের দুই জন, ভারতের এক নাগরিক, এসএনএএস আফ্রিকা’র একজন, নেপাল সরকার ও বিভিন্ন দলের পাঁচ জন, নেপালের দীপেন্দ্র কন্ডেল ইনিশিয়েটিভ’র তিন জন, মালয়েশিয়ার তিন বিশিষ্ট জন, দি গোল্ড ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি’র তিন আমেরিকান, ইআরপি ট্রেডি লিমিটেড’র নরওয়ের এক জন, অ্যালায়েন্স ফর হিউম্যানিটি’র এক জন ইরাকি, এক জন কানাডিয়ান নাগরিক ও জিবিপি ইন্টারন্যাশনাল জার্মানির একজনও সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-8185774675686652&output=html&h=90&slotname=4081009957&adk=2548520416&adf=2041494361&pi=t.ma~as.4081009957&w=728&lmt=1704272602&format=728×90&url=https%3A%2F%2Fwww.manobkantha.com.bd%2Fnews%2Fnational%2F411303%2F%25E0%25A6%25AD%25E0%25A7%258B%25E0%25A6%259F-%25E0%25A6%25AA%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A6%25AC%25E0%25A7%2587%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25B7%25E0%25A6%25A3%25E0%25A7%2587%25E0%25A6%25B0-%25E0%25A6%2585%25E0%25A6%25A8%25E0%25A7%2581%25E0%25A6%25AE%25E0%25A6%25A4%25E0%25A6%25BF-%25E0%25A6%25AA%25E0%25A7%2587%25E0%25A6%25B2%25E0%25A7%2587%25E0%25A6%25A8-%25E0%25A7%25AB%25E0%25A7%25AF-%25E0%25A6%25B8%25E0%25A6%2582%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%25A6%25E0%25A6%2595%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%25AE%25E0%25A7%2580%25E0%25A6%25B8%25E0%25A6%25B9-%25E0%25A7%25A7%25E0%25A7%25AE%25E0%25A7%25AC-%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%25A6%25E0%25A7%2587%25E0%25A6%25B6%25E0%25A6%25BF&ea=0&wgl=1&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTIwLjAuNjA5OS4xMzAiLG51bGwsMCxudWxsLCI2NCIsW1siTm90X0EgQnJhbmQiLCI4LjAuMC4wIl0sWyJDaHJvbWl1bSIsIjEyMC4wLjYwOTkuMTMwIl0sWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTIwLjAuNjA5OS4xMzAiXV0sMF0.&dt=1704272602590&bpp=14&bdt=267&idt=14&shv=r20231207&mjsv=m202312070101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D42d27b02210d1ecb-227ce5049de40059%3AT%3D1696666512%3ART%3D1704174302%3AS%3DALNI_MaHaWun_gl-kVwRExg1FosH-rmXNA&gpic=UID%3D00000c5a20495ebe%3AT%3D1696666512%3ART%3D1704174302%3AS%3DALNI_MaJQ5PwbbNhDfGf45RagUCyHr2aAg&prev_fmts=0x0%2C658x280%2C728x90&nras=1&correlator=4009471705712&frm=20&pv=1&ga_vid=725184050.1696666428&ga_sid=1704272603&ga_hid=291595749&ga_fc=1&u_tz=360&u_his=3&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=4&adx=28&ady=2174&biw=1001&bih=570&scr_x=0&scr_y=0&eid=44759876%2C44759927%2C95320238%2C31079980%2C95320884%2C31078663%2C31078665%2C31078668%2C31078670&oid=2&pvsid=3558477081988668&tmod=641701481&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fwww.manobkantha.com.bd%2Farticlelist%2F4%2Fnational&fc=1920&brdim=117%2C23%2C117%2C23%2C1366%2C0%2C1034%2C700%2C1018%2C570&vis=1&rsz=%7C%7CeEbr%7C&abl=CS&pfx=0&fu=0&bc=31&bz=1.02&td=1&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&ifi=4&uci=a!4&btvi=1&fsb=1&dtd=19

৫৯ সাংবাদিকের মধ্যে রয়েছেন, আমেরিকার একজন, ইই্উ রিপোর্টার, এক জন বিট্রিশ, জার্মানির জুঙ্গে ফ্রেইহেট’র একজন, দি দিল্লি টেলিভিশন লিমিটেড’র দুই জন, জাপানের দি ইয়োমিরি সিমবান’র একজন, ভারতের আজকাল’র এক জন, জাপানের কিওডু নিউজ’র এক জন, ভারতের দি অ্যাসোসিয়েট প্রেস’র তিন জন, ভারতের দি প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া’র দুই জন, জার্মানির এআরডি জার্মান রেডিও’র দুই জন ও ভারতের আনন্দ বাজার পত্রিকা’র একজন।

জাপানের নাইকিই আইএনসি, জিজি প্রেস ও এনএইচকে (জাপান ব্রডকাস্টিং করপোরেশন) এর পাঁচ জন; নেপালের কেন্দ্রবিন্দু অনলাইন পিটিবি লিমিটেড’র একজন; ভারতের ডিএসটিভি দার্জিলিং-এর একজন, উত্তরবঙ্গ সংবাদ-এর একজন, দি টেলিগ্রাফ’র এক জন, এএনআই’র এক জন, এবিপি নিউজ’র দুই জন, আজকাল পা্বলিশার্স লিমিটেডে’র একজন, এবিপি নেটওয়ার্ক’র দুই জন, এএনএম নিউজ প্রাইভেট লিমিটেড’র এক জন ও জি মিডিয়া’র দুই জন; বিবিসি নিউজ (ভারতীয় ও আমেরিকান) চার জন; এরাইজ নিউজ’র এক বিট্রিশ; ফ্রান্সের প্যারিস লা মন্ডে’র একজন; সুইডিশ রেডিও-এর এক জন; অ্যাজেন্সি ফ্রান্স প্রেস’র (এএফপি) সাত জন; রয়টার্সের দুই ভারতীয়; আল জাজিরার এক ব্রিটিশ; অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের এক জন; চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কে দুই ভারতীয়; এআরডি জার্মান টিভি’র এক ভারতীয়; কলকাতার সংবাদ প্রতিদিন’র একজন; দি ওয়াল কলকাতা’র এক জন; ব্রিটিশ এক ফ্রিল্যান্সার ও বিলজিয়ান এক জন সাংবাদিককে ভোট দেখার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

এদিকে ইসি থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন প্রণীত নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৩ ও সংশ্লিষ্ট আইন মেনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয়ভাবে ৪০টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি সংস্থার ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষককে অনুমোদন দেয়া হয়েছে।

এসব পর্যবেক্ষক সংস্থার কতজন পর্যবেক্ষক কোন আসনের কোন জেলার কোন উপজেলায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন তা নির্ধারণ করে দেয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় থেকে শুধু কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার দেয়া হবে। অনুমোদিত স্থানীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার স্ব-স্ব রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে।

Facebook
Twitter
LinkedIn