২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৫৬

ভোট পুনর্গণনাতেও জায়েদ খান জয়ী

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট পুনর্গণনাতেও সাধারণ সম্পদক পদে জয়ী জায়েদ খান। ভোট পুনর্গণনার আবেদন করেছিলেন সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ। শনিবার সকালে নির্বাচন কমিশনারের কাছে এ আবেদন করেন তিনি।

সন্ধ্যায় আপিল বোর্ড ভোট পুনর্গণনা করে আগের ফল সঠিক আছে বলে জানায়। ভোট পুনর্গণনার সময় আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানের সঙ্গে ছিলেন ইলিয়াস কাঞ্চন, নিপুণ, জায়েদ খান ও জয় চৌধুরী।

এদিকে পুনর্গণনার ব্যাপারে রোববার বিকেল ৪টায় প্রেসক্লাবে বিস্তারিত জানাবেন নিপুণ। সম্পাদকীয় পরিষদে ২৬টি নয়, ২৩টি ভোট নষ্ট হয়েছে। তিনটি ফাঁকা ছিল। নিপুণের ১৪ ও জায়েদের ১২টি ভোট অকার্যকর হয়েছে। ভোটারদের ভুলে এটা হয়েছে।

শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়। শনিবার ভোরে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। শিল্পী সমিতির সভাপতি পদে জয়ী হয়েছেন খ্যাতিমান অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি ১৯১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর ভোট পেয়েছেন ১৪৬ ভোট। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান জয়ী হয়েছেন ১৭৬ ভোট পেয়ে। তার প্রতিদ্বন্দ্বী চিত্রনায়িকা নিপুণ পেয়েছেন ১৬৩ ভো

Facebook
Twitter
LinkedIn