Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ৩:০৫

ভোট বর্জন করুন: রিজভী

দেশের মানুষের সম্পদ লুট করে আওয়ামী লীগের নেতারা দেশে-বিদেশে টাকা পাচার করেছে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাই খুনি ও লুটেরাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একতরফা নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানান রিজভী। 

আজ রোববার (৩১ শে ডিসেম্বর) সকালে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে মালিবাগ কাঁচাবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, এবারের নির্বাচন হচ্ছে আমরা আর মামুরা, নিজেরা নিজেরা, একক, একতরফা নির্বাচন। এটি জনগণের নির্বাচন নয়। এটি ভোটারদের নির্বাচন নয়। এখানে ভোটাররা যেতে পারবে না। 

তিনি আরও বলেন, কেন এ নির্বাচন করছে আওয়ামী লীগ? কারণ, তারা যে টাকা, যে সম্পদ লুট করেছে, সম্পদ পাচার করেছে, তারা যে আজকে বিত্তবৈভবের মালিক হয়েছে- সেটি তারা বজায় রাখতে চায়। হাতছাড়া করতে চায় না। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এবারের নির্বাচনে দুর্নীতিবাজ, লুটেরা, খুনিদের বিরুদ্ধে অবস্থান নিন। নির্বাচন বর্জন করুন। এ নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না। 

এ সময়  উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জিয়া হলের যুগ্ম সম্পাদক বাবু, চবি ছাত্রনেতা দিপু, বরগুনা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হৃদয় প্রমুখসহ আরও অনেকে।

Facebook
Twitter
LinkedIn