২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১:৩৬
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১:৩৬

ভ্যাকসিনের ট্রায়ালের জন্য চীনের সিনোভ্যাক কোম্পানিকে টাকা দিচ্ছে না বাংলাদেশ।

করোনা ভ্যাকসিনের ট্রায়ালের জন্য চীনের সিনোভ্যাক কোম্পানিকে টাকা দিচ্ছে না বাংলাদেশ। সিনোভ্যাকের ট্রায়ালের বিষয়ে সিদ্ধান্ত কী হয়েছে জানতে চাইলে আব্দুল মান্নান বলেন, ‘রাষ্ট্রের টাকা তো কাউকে দেওয়া যায় না ইচ্ছে করলেই। সিনোভ্যাকের চিঠির জবাবে আমাদের এরকম কোনও রেসপন্স নাই। তারা যদি নিজেদের মতো করে আসে তাহলে। সিনোভ্যাক কিন্তু বলেছে একটু দেরি হলেও তারা আসবে। তিনি বলেন, ‘আমাদের সরকারি কোনও টাকা কো-ফান্ডিং করে কিছু করার সিদ্ধান্ত আমরা এখনও নেইনি।’ সিদ্ধান্ত নেওয়া এখনও হয়নি নাকি টাকা না দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে জানতে চাইলে তিনি বলেন, ‘সিদ্ধান্ত না হওয়াও একটা সিদ্ধান্ত।’ তিনি আরও বলেন, ‘আমরা চিন্তাভাবনা করছি আরও কারও। আমরা তো আরও নানান জায়গায় দৌড়াদৌড়ি করছি, সেগুলো দেখা যাক।

Facebook
Twitter
LinkedIn