২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৫৪
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৫৪

ভ্রমন করে আসেন শ্রীমঙ্গলে

কীভাবে যাবেন

ঢাকা কমলাপুর থেকে ট্রেনে করে ভোর 6.20মি.

আপনাকে নামাবে ‍সকাল 10.40 থেকে 11 টার মধ্যে

নাস্তা করে অটো রিক্রা রির্জাব করে নিতে হবে ভাড়া হবে 700/800 টাকা

আপনাকে ঘুরে আসেতে পারবেন – স্থান : শ্রীমঙ্গল-লাওয়াছড়া, লাল টিলা, মাধবকুন্ড লেক,লেমন গার্ডেন, নুরজাহান টি গার্ডেন, সুলতান রির্সোস,টি রির্সাসখাবার : চানাচুর,ডিম,কলা,ডাব,কাটলেট,রুটি,ভাত,পোলাও,বোট,চিপস,চিকেন ফ্রাই,কয়েক ধরনের ভর্তা,কোমল পানীয়,ফালুদা এবং মিনারেল পানি

ফিরে আসবেন রেল স্টেশনে বিকাল 5 টায়

যে কোন বা পানসি হোটেলে দুপুরের খাবার খেয়ে 5.40 মি চলে আাবেন

তারিখ : 24.12.2021

সময়কাল: ভোর -5.15 মিনিট-রাত 11.55 মিনিট

স্থান : শ্রীমঙ্গল-লাওয়াছড়া, লাল টিলা, মাধবকুন্ড লেক,লেমন গার্ডেন, নুরজাহান টি গার্ডেন, সুলতান রির্সোস,টি রির্সাস

খাবার : চানাচুর,ডিম,কলা,ডাব,কাটলেট,রুটি,ভাত,পোলাও,বোট,চিপস,চিকেন ফ্রাই,কয়েক ধরনের ভর্তা,কোমল পানীয়,ফালুদা এবং মিনারেল পানি

সদস্য -5 জন

আল্লাহর রহমতে ভালো আরেকটা ভ্রমন সমাপ্ত করলাম

Facebook
Twitter
LinkedIn