২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / ভোর ৫:০৬

মংলায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

বাগেরহাট মোংলা মহাসড়কের রামপাল উপজেলার বাবুর বাড়ী এলাকার ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোংলা উপজেলার দ্বিগরাজ এলাকার জাহাঙ্গীর হোসেন (৫৫) ও তার স্ত্রী রেহেনা বেগম (৪৫)। তারা খুলনা থেকে মোটরসাইকেলে করে মোংলার দিগরাজের উদ্দেশ্য ফিরছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের উপ সহকারী পরিচালক গোলাম সরোয়ার স্থানীয়দের বরাত দিয়ে জানান, খুলনা থেকে মোটরসাইকেল যোগে জাহাঙ্গীর দম্পত্তি বাড়ি ফেরার পথে বাগেরহাট মোংলা মহাসড়কের বাবু বাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই রেহেনা বেগম মারা যায়। গুরুতর অবস্থায় জাহাঙ্গীর হোসেনকে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যায়।

লাশ কাটাখালী হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।37

কাটা খালী হাইওয়ে থানা পুলিশের ওসি মোহাম্মাদ আলী জানান, মহাসড়কের বাবুর বাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এর আগে এদিন বিকেলে ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আরো এক যুবকের মৃত্যু হয়েছে।

Facebook
Twitter
LinkedIn