মমতা বন্দোপাধ্যায় এর পরিবারের কেউ মুখ্যমন্ত্রী হতে চান না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপিতে যোগ দেয়া নেতা শুভেন্দু অধিকারীর তৃণমূলে পরিবারতন্ত্র নিয়ে অভিযোগ প্রসঙ্গে জানাল মমতার দল। লোকসভায় তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ কল্যান বন্দোপাধ্যায় বলেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী, ভাই দিব্যেন্দু অধিকারী সাংসদ, ভাই সৌমেন্দু অধিকারী একটি মিউনিসিপালিটির চেয়ারম্যান, অমিত শাহের ছেলে জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব অথচ জয় শাহের যোগ্যতা তিনি একমাত্র অমিত শাহ এর পুত্র। এরপর কি আর বিজেপির পরিবারতন্ত্রের কথা মুখে আনা উচিত? প্রায় সাড়ে চারদশক রাস্তায় নেমে আন্দোলন করা মমতা বন্দোপাধ্যায় তৃণমূলের অবিসংবাদী নেত্রী বলেও কল্যাণ বাবু জানান। এদিকে যাদের নিয়ে এত আলোচনা সেই অধিকারী পরিবারের বাড়ি কাঁথির শান্তকুঞ্জে এখন স্মশানের নিস্তব্ধতা। শুভেন্দু যখন মেদিনীপুরের কলেজ ময়দানে বিজেপিতে যোগ দিচ্ছিলেন তখন একশো কিলোমিটার দূরে শিশির অধিকারী নিজেকে ঘরবন্দি করে ফেলেন। পূর্ব মেদিনীপুরের রাজনীতি আবর্ত হত এই শান্তিকুঞ্জকে ঘিরে, শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর তা কার্যত জনমানবশূন্য। এরই মাঝে মমতার নির্দেশে সৌগত রায় ও ফিরহাদ হাকিম আসছেন কাঁথিতে তৃণমূল কর্মীদের চাঙ্গা করতে।বিজেপিতে তৃণমূল থেকে আসা নেতাদের নিয়ে ক্ষোভ শুরু হয়েছে, তৃণমূলের অন্দরেও চলে যাওয়া নেতাদের নিয়ে তীব্র ক্ষোভ, এটাকেই কাজে লাগাতে চাইছে তৃণমূল।